ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

ববির অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ববির অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ-২০১৬ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপরিচালক ড. মো. হুমায়ুন কবীর সভাপতি ও নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ববির জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক হয়েছেন মো. মিলন এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. হাফিজুর রহমান।

কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আবু হাচান, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আসিফ উদ্দিন খান, সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আজমীর আলম নিশার, মহিলা বিষয়ক সম্পাদক দুলসাদ বেগম বীথি।

এছাড়া কার্যকরী সদস্য পদে তামান্না শারমিন, এ এস এম ইকবাল মিঞা ও মো. রফিকুল ইসলাম সেরনিয়াবাত নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।