ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাবিতে ‘শিক্ষকতা ও গবেষণা দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালা

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, জানুয়ারি ৯, ২০১৬
জাবিতে ‘শিক্ষকতা ও গবেষণা দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকতা ও গবেষণা দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এ কর্মশালার ‍আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন।

কর্মশালার প্রথম দিনে ২৯জন শিক্ষক অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।