খুলনা: পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারির পরেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যেতে অনড় রয়েছেন শিক্ষকরা।
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় শিক্ষকদের পদমর্যাদা অবনমনের প্রতিবাদ ও শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সোমবার (১১ জানুয়ারি) থেকে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও (মঙ্গলবার) ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমআরএম/আরএম