ঢাকা: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও এ লক্ষ্যে কার্যকর গবেষণায় সহায়তা দিতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-আইইউবির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্টের জাতীয় গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চার দিনের এ জাতীয় গবেষণা সম্মেলনের সমাপনী অনুষ্ঠান সোমবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ক্রিশ্চিয়ান টার্ডিফ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, এমপি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাস্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন টিমোন্সর বার্টস।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্টের পরিচালক ড. সালিমুল হক ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আইএ