ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
নোবিপ্রবিতে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি (নোয়াখালী): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন কেনা অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন।



এসময় তিনি বলেন, এ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মেহেদী মাহমুদুল হাসান, পরিবহন শাখার উপদেষ্টা ড. মোহাম্মদ বেলাল হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দফতর ও শাখা প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্যাসিফিক মোটরস লিমিটেড থেকে ৩৫ লাখ ৬৫ হাজার টাকায় অ্যাম্বুলেন্সটি কেনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।