ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

মাভাবিপ্রবি’তে ক্রিকেট টুর্নামেন্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ জয়ী

মাভাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
মাভাবিপ্রবি’তে ক্রিকেট টুর্নামেন্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টর তৃতীয় দিনের খেলায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগ জয়ী হয়েছে। ম্যাচে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগকে ৫ উইকেটে হারিয়েছে টিই বিভাগ।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। শরীরচর্চা শিক্ষা বিভাগ এ খেলার আয়োজন করেছে।

ম্যাচে টসে জিতে এফটিএনএস বিভাগকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় টিই বিভাগ। নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৯ ওভার ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে এফটিএনএস বিভাগ।

জবাবে টিই বিভাগ ১৩ ওভারে ৫ উইকেটের হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টিই বিভাগের শিক্ষার্থী রিজভী মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইমাম হোসেন, টিই বিভাগের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী, ড. মো. ইকবাল মাহমুদ, সহকারী অধ্যাপক মো. রোকুনুজ্জামান, প্রভাষক মো. মাহবুবুর রহমান, এ কে এম আয়াতুল্লাহ হোসনে আসিফ, প্রীতি সরকার প্রমুখ।

খেলা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নজমুল হক।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।