ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

এমআইএসটির ১৪তম গ্রাজুয়েশন অনুষ্ঠান রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমআইএসটির ১৪তম গ্রাজুয়েশন অনুষ্ঠান রোববার

ঢাকা: মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ১৪তম গ্রাজুয়েশন অনুষ্ঠান রোববার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ১০টায় এমআইএসটি ক্যাম্পাসে হবে এ অনুষ্ঠান।

এতে এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই-১৪), কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই-১২), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই-১০), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই-১০) এবং এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এই-৪) কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠান হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পরিচালকের পক্ষে সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা গ্রাজুয়েটদের জানান, আগামী ২৪-২৭ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন এবং ২৮ জানুয়ারি রিহার্সেল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।