ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা মেলার উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে দেশের সবচেয়ে বড় মেলার ১৮তম আসর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম।

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করার পাশাপাশি বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে অগ্রাধিকার পেতে ও ক্যারিয়ার গড়তে আগ্রহীদের উপযুক্ত পথ প্রদর্শনের লক্ষ্যে প্রতি বছর এ মেলার আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। ২৯ জানুয়ারি পর্যন্ত চলা এ শিক্ষা মেলায় যুক্তরাজ্যের স্বনামধন্য ২৭টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।

মেলায় আগত দর্শনার্থীরা যুক্তরাজ্যে ভিসার আবেদন প্রক্রিয়া, ইংরেজি শিক্ষা বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন সুযোগ সম্পর্কে তথ্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি কোর্স সম্পর্কেও জানতে পারবে।

মেলাটি শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জেপি/এইচআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।