ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স প্রথমবর্ষের রিলিজ স্লিপের আবেদন শুরু শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
অনার্স প্রথমবর্ষের রিলিজ স্লিপের আবেদন শুরু শনিবার

ঢাকা: প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির জন্য দ্বিতীয় দফায় রিলিজ স্লিপের জন্য আবেদন শুরু হবে শনিবার (৩০ জানুয়ারি)।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় দফায় রিলিজ স্লিপের জন্য অনলাইনে আবেদন ৩০ জানুয়ারি শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত।

যে সব শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন- ক) মেধা তালিকা/প্রথম রিলিজ স্লিপে স্থান পাননি, খ) মেধা তালিকা/প্রথম রিলিজ স্লিপে স্থান পেয়েও ভর্তি হননি এবং গ) ভর্তি বাতিল করেছেন এমন শিক্ষার্থীও রিলিজ স্লিপের আবেদন করতে পারবেন।  

এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions এবং admissions.nu.edu.bd)  জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।