ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস শিক্ষার্থীদের বিশেষ সেমিনার

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস শিক্ষার্থীদের বিশেষ সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): গণ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণের পূর্ব প্রস্তুতিমূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ বক্তা ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র  ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।



গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ২১তম ব্যাচ ও গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী এবং মেডিকেল কলেজের শিক্ষক ছাড়াও ফিজিওথেরাপি ও  সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষকরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা আগামী একমাস  গ্রামে থেকে গ্রামীণ জীবন সম্পর্কে হাতে-কলমে শিক্ষা নেবেন। প্রতি বছরই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।