ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

প্রবেশপত্র না পেয়ে টঙ্গীতে বিদ্যালয়ে ভাংচুর পরীক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
প্রবেশপত্র না পেয়ে টঙ্গীতে বিদ্যালয়ে ভাংচুর পরীক্ষার্থীদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে প্রবেশপত্র না পেয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শতাধিক এসএসসি পরীক্ষার্থী বিদ্যালয়ের জানালার কাচ, চেয়ার, টেবিল ও বেঞ্চ ভাংচুর করে সেগুলোতে অগ্নিসংযোগ করে। এ সময় তারা বিদ্যালয়ের গেটের সামনে টায়ারে আগুন ধরিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাইয়ের বিচার দাবি করে।

পুলিশ ও পরীক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই নিজ বিদ্যালয়ের ও নিজ বিদ্যালয়ের নামে অন্য বিদ্যালয়ের প্রায় দেড়শ’ শিক্ষার্থীর  এসএসসি পরীক্ষার ফরম পূরণ করান। কিন্তু পরীক্ষার একদিন আগেও তাদের প্রবেশপত্র দেননি তিনি।

এ অবস্থায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত প্রবেশপত্রের জন্য বিদ্যালয়ে অপেক্ষা করে পরীক্ষার্থীরা।   পরে প্রধান শিক্ষকের দেখা না পাওয়ায় ও পরীক্ষা দেয়ার নিশ্চয়তা না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যালয়ে ভাংচুর এবং চেয়ার, টেবিল ও বেঞ্চে অগ্নিসংযোগ করে পরীক্ষার্থীরা। এ সময় তারা প্রধান শিক্ষকের বিচার দাবি করে আগামী সোমবারে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের ব্যবস্থার দাবি জানায়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করে।

বিদ্যালয়ের পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের ৩০ জন পরীক্ষার্থীসহ অন্যান্য বিদ্যালয়ের মোট ১৪৩ জন পরীক্ষার্থীর কাছে টাকা নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করান। প্রত্যেক পরীক্ষার্থীর নিকট থেকে ফরম পূরণের জন্য ৬ হাজার টাকা করে নিয়েছেন তিনি। এছাড়া যারা এক বিষয়ে ফেল করেছে তাদের কাছ থেকে ১ হাজার টাকা করে বেশি নেন তিনি।

শনিবার সকালে প্রবেশপত্র দেওয়ার কথা বলে সবাইকে আসতে বলা হলেও বিকেল পর্যন্ত অপেক্ষা করে আমার তাকে পাইনি।  

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।