ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ববিতে বাংলা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ববিতে বাংলা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করার দাবিতে বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন সহ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার(৩১ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্ণকাঠীস্থ স্থায়ী ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করেন।



শিক্ষার্থীরা জানান, গত ২০ জানুয়ারি তাদের কর্ণকাঠীস্থ স্থায়ী ক্যাম্পাসে গিয়ে ক্লাস করার কথা থাকলেও নির্মাণ কাজের বিলম্বতার কারণ দেখিয়ে তা পেছানো হয়েছে।

তাই যতদিন পর্যন্ত কর্ণকাঠীস্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বাংলা বিভাগের ক্লাস চালু করা না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে, সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষক মো. কাইয়ূম হোসেন বাংলা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে সেখানে ছাত্র-শিক্ষকের মাঝে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।