ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

শিক্ষা

শেরপুর নার্সিং ইনস্টিটিউটে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
শেরপুর নার্সিং ইনস্টিটিউটে বিক্ষোভ

শেরপুর: বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শেরপুর নার্সিং ইনস্টিটিউটের পরিদর্শকের বদলির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।  
 
বুধবার (৩ ফেব্রুয়ারি) উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ প্রথমে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়।

তবে বিকেল নাগাদ শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নিলে হোস্টেল ত্যাগের নির্দেশও প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
 
সূত্র জানায়, সকাল ১১টার দিকে ইনস্টিটিউটের পরিদর্শক বিলকিস বানুর বদলির দাবিতে ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করে হলে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। এ ঘটনায় নার্সিং ইনস্টিটিউটের তত্ত্বাধায়ক ও জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে কোনো ধরনের সমাধানে না আসতে পেয়েও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। এছাড়া, হাসপাতালের চিকিৎসকদের নিয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।  
 
এদিকে, শেরপুর নার্সিং ইনস্টিটিউটের পরিদর্শক বিলকিস বানু ১৫ দিন আগে যোগদান করেন। ভুলবশত তার বিরুদ্ধে আন্দোলন করেছে বলে জানায় শিক্ষার্থীরা। এতে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় বিকেলে হোস্টেল ত্যাগের নির্দেশ প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
 
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।