ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জগন্নাথের টিএসসি উদ্ধারে নেমেছে ছাত্র ইউনিয়ন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
জগন্নাথের টিএসসি উদ্ধারে নেমেছে ছাত্র ইউনিয়ন

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গেটের সামনে বেদখল হওয়া টিএসসি (ছাত্র-শিক্ষক মিলনায়তন) উদ্ধারে অভিযান শুরু করেছে ইউনিয়ন জবি শাখা ছাত্র।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ উদ্ধার অভিযান শুরু করে তারা।

এর আগে টিএসসির সামনে মানববন্ধন করে দলের নেতাকর্মীরা।

জবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক শেখ সাদিক শুভর নেতৃত্বে নেতাকর্মীরা এ অভিযানে অংশ নেন।

স্থানীয়রা জানান, ইউনিয়ন নেতাকর্মীরা টিএসসি’র বেদখল হওয়ায় জায়গায় ২০-২৫টি শীতকালীন কাপড় ও চায়ের দোকান উচ্ছেদ শুরু করেছেন।

এ উচ্ছেদ কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে দুই দোকানি আহত হন। উচ্ছেদ অভিযান এখনও চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরএআর/আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।