ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে ইংরেজি ১ম পত্রে ১৩ পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
রাজশাহী বোর্ডে ইংরেজি ১ম পত্রে ১৩ পরীক্ষার্থী বহিষ্কার

রাজশাহী: রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার প্রথম দু’টিতে কোনো পরীক্ষার্থী বহিষ্কার না হলেও ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ১৩ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী শিক্ষাবোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



শিক্ষাবোর্ডের অধীনে এদিন ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ১৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে জয়পুরহাট জেলায় সর্বোচ্চ ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বগুড়া জেলায় ২, সিরাজগঞ্জ ও রাজশাহীতে এক জন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

রোববারের পরীক্ষায় শিক্ষাবোর্ডের ২২৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে উপস্থিত ছিল এক লাখ ৪৭ হাজার ৫৯০ জন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।