ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

শিক্ষা

রাবিতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগকর্মী বহিষ্কার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
রাবিতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগকর্মী বহিষ্কার

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগ কর্মী রবিউল ইসলাম মিল্টনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এ তথ্য জানান।



তিনি জানান, তাকে সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিউল ইসলাম মিল্টন নামে বহিষ্কৃত ওই ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীর স্থানীয় দৈনিক ‘উত্তরা প্রতিদিন’র রাবি প্রতিনিধি মর্তুজা নুরকে লাঞ্ছিত করে মিল্টনসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী।

রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বাংলানিউজকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে পরবর্তীতে সব ধরনের দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। ’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।