ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রুয়েটে স্বরস্বতি পূজা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
রুয়েটে স্বরস্বতি পূজা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে স্বরস্বতি পূজা ‘বাণী অর্চনা’।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে স্বরস্বতি পূজার মণ্ডপ রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ পরিদর্শন ও উদ্বোধন করেন।



এসময় আরও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফি, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার, উপ-ছাত্র কল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর শাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।

এ বছর দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রুয়েটে সবচেয়ে বড় আকারে স্বরস্বতি পূজা উৎসব পালন করা হচ্ছে। এছাড়া রুয়েটের প্রায় চার হাজার শিক্ষার্থী পূজা মণ্ডপে উপস্থিত হয়ে অর্ঘ্য দেয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।