ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বশেমুরবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় প্রস্তাবিত কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর ১০টায় অনুষ্ঠিত হয় পুষ্পাঞ্জলি অর্পণ ও দুপুর ১২টায় প্রসাদ বিতরণ।
 
অঞ্জলি দেওয়া শেষে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোছা. হালিমা খাতুন। এরপর ভক্তিমূলক সঙ্গীত, আরতি ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।