ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি’তে চলছে সরস্বতীর বাণী অর্চনা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
জাবি’তে চলছে সরস্বতীর বাণী অর্চনা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

জাবি: নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে সরস্বতী পূজা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে দিনব্যাপী বাণী অর্চনার আনুষ্ঠানিকতা শুরু হয়।



এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল করিব, উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, প্রক্টর তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার প্রমুখ।

উপাচার্য কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন পর্ষদকে অভিনন্দন ও হিন্দু ধর্মালম্বীদের প্রতি শুভকামনা জানিয়েছেন।

কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন পর্ষদের আয়োজনে বিকেল ৫টায় থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ানখ্যাত শিল্পীরা।

এদিকে সরস্বতি পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগের পক্ষ থেকে পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষ সব শ্রেণির দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হতে দেখা গেছে এসব মণ্ডপ।

কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন পর্ষদের সভাপতি প্রদীপ কুমার বড়াল বাংলানিউজকে বলেন, অন্য বছরের তুলনায় এবার একটু বড় পরিসরে বাণী অর্চনার আয়োজন করেছি। আমরা জ্ঞানের দেবী সরস্বতীর বন্দনায় এ পূজায় অংশ নিয়ে থাকি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।