ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির বি ও ই ইউনিটের ৭ম মেধা তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জবির বি ও ই ইউনিটের ৭ম মেধা তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারে ভর্তির বি ও ই ইউনিটের বিষয় ভিত্তিক ৭ম মেধা তালিকা তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বি ইউনিটের ষষ্ঠ মাইগ্রেশন তালিকাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় জনসংযোগ থেকে পাঠানো  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

এতে আরো জানায়, বি ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ১ হাজার ৬২৯ থেকে ২ হাজার ২৩ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ৫০১ থেকে ৫৪১ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ২৮০ থেকে ২৯৯ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিতরা ৭ম মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

ই ইউনিটের সংগীত বিভাগে ৬৪ থেকে ৬৬ মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা ৭ম মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

বি ও ই ইউনিটের ৭ম মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মেধা তালিকা এবং মাইগ্রেশন তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।