ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
মাস্টার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রমের কোটা ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এ দিন বিকেল ৪টার পর থেকে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>atmf<space> Roll  লিখে 16222 নম্বরে পাঠালে ফলফল জানা যাবে।

এছাড়া, রাত ৯টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bd/admissions আথবা admissions.nu.edu.bd ওয়েবসাইট থেকেও ফল পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।