ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভুয়া সনদপত্র তৈরি, এবিইউ’র ২ কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ভুয়া সনদপত্র তৈরি, এবিইউ’র ২ কর্মকর্তার কারাদণ্ড

ঢাকা: ভুয়া সার্টিফিকেট বানিয়ে ব্যবসা করার অভিযোগে আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটির (এবিইউ) দুই কর্মকর্তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মালিবাগের ডিআইটি রোড এলাকায় বিশ্ববিদ্যালয়টিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়টির অ্যাডমিশন এক্সিকিউটিভ মাকসুদা আক্তার (২৮) ও অতিরিক্ত রেজিস্ট্রার শাকিলা সুহাগান জেরিন (২৬)।
 
তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে ভুয়া সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র জব্দ করে র‌্যাব-৩।
 
অভিযানকালে র‌্যাবের এএসপি রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬      
এমআইকে/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।