ইবি (কুষ্টিয়া): চুক্তি শেষ না হতেই ভাড়া ও গাড়ির সংখ্যা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায় চালিত গাড়ি সরবরাহ বন্ধ করেছে মালিকপক্ষ।
কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে এই গাড়ি সরবরাহ বন্ধ করেছে বলে জানা গেছে।
জানা গেছে, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আনা নেওয়ার কাজে মোট ৫৫টি ছোট ও বড় বাস চলাচল করে। বাসগুলো কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা রুটের।
এই ৫৫টি বাসের মধ্যে ৩৫টি বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন্টারের মাধ্যমে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা মালিক সমিতি থেকে ভাড়া নেয়। এই টেন্ডারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মালিক সমিতির মধ্যে দুই বছরের চুক্তি হয়। যাতে প্রতি ট্রিপের জন্য ভাড়া, গাড়ির সংখ্যা ও চুক্তির মেয়াদকাল উল্লেখ থাকে।
এদিকে, চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন অনুসারে গাড়ির সংখ্যা ও ট্রিপ ব্যবহার করতে পারবে বলে উল্লেখ রয়েছে। এছাড়া প্রতিটি রুটের জন্য নির্ধারিত ভাড়াও উল্লেখ রয়েছে চুক্তিনামায়। চুক্তির মেয়াদও রয়েছে আরও ৪ মাস।
এবিষয়ে ঝিনাইদহ জেলা পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন,‘ আমি শুনেছি আজ বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি বন্ধ করা হয়েছে। কেন বন্ধ করা হয়েছে সঠিক জানি না। তবে, কিছুদিন থেকে আমাদের কিছু দাবি ছিল, তারই জের ধরে হয়তো গাড়ি বন্ধ করা হয়েছে। ’
বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বাংলানিউজকে বলেন,‘কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই তারা গাড়ি সরবরাহ বন্ধ করেছে। আমাদের চুক্তি অনুযায়ী তাদের সব সুযোগ সুবিধা দেওয়া হয়। তারপরেও তারা চুক্তির বাইরে ভাড়া বৃদ্ধি, গাড়ির সংখ্যা বৃদ্ধির দাবি কেন করছেন সেটা বলতে পারবো না। ’
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি