ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণবি’তে ভাষা ও সংস্কৃতি বিষয়ক সম্মেলন সোমবার

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
গণবি’তে ভাষা ও সংস্কৃতি বিষয়ক সম্মেলন সোমবার

গণ বিশ্ববিদ্যালয়(সাভার): অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি ২০১৬ গণ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘প্রতিবেশীকে জানুন’ প্রতিপাদ্যে বাংলাদেশের প্রতিবেশী রাজ্যসমূহের জনজীবন, ভাষা ও সংস্কৃতি বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে ।

এই সম্মেলনে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, আসাম, মনিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, ত্রিপুরা ও উত্তর প্রদেশের শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও গবেষকগণ যোগ দেবেন ।



শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনটির আহ্বায়ক প্রফেসর মনসুর মুসা।  

সম্মেলনে বক্তারা আঞ্চলিক সাহিত্যসমূহের সাম্প্রতিক ধারাপ্রকৃতি, ধর্ম ও সাম্প্রদায়িকতা, ভাষার বৈচিত্র্য, উচ্চশিক্ষা ও বিজ্ঞানে মাতৃভাষার ব্যাবহার, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে প্রবন্ধ পাঠ করবেন ।

২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফারজানা ইসলাম সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদ। অ্যামিরেটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন ।

২২ ও ২৪ ফেব্রুয়ারি সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে এবং ২৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

জনজীবন, ভাষা ও সংস্কৃতি নিয়ে গণ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রথমবারের মত সম্মেলনটি আয়োজিত হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে গণবি’র উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মাহমুদ শাহ কোরেশী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. আবুল কালাম আজাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।