ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যথাযোগ্য মর্যাদায় শেকৃবিতে শহীদ দিবস পালিত

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
যথাযোগ্য মর্যাদায় শেকৃবিতে শহীদ দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা।

এর পরপরই পুষ্পস্তবক  অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, শিক্ষকদের অঙ্গ সংগঠন, শেকৃবি সাংবাদিক সমিতি ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।

ভাষা আন্দোলনের দুর্লভ ৪০টি ছবি প্রদর্শনীর আয়োজন করে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি। বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা।

সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিকেল ৪টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়।

এদিকে ‘গণমাধ্যম নয়, বাংলা ভাষা বিকৃতির জন্য আমরাই দায়ী’ শীর্ষক বিতর্কের আয়োজন করে শেকৃবি ডেবেটিং সোসাইটি।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।