ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি তিতুমীর কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরমপূরণে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনের তৃতীয় দিন সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করেন তারা।



শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের প্রতিটি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে ফরমপূরণ বাবদ এক হাজার থেকে চৌদ্দশ’ টাকা করে বেশি আদায় করছে কলেজ কর্তৃপক্ষ।

তারা জানান, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া আন্দোলনের বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও বিষয়টির কোনো সমাধান হয়নি। তাই আগামী বুধবার (২৪ ফেব্রুয়ারি) নতুন কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহমেদ নাসের বাংলানিউজকে বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। কলেজের কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে না।

গত ৬ ফেব্রুয়ারি থেকে অনার্স চতুর্থ বর্ষের ফরমপূরণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমআইকে/ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।