ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
কুবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চতুর্থ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কুবির প্রধান ফটক সংলগ্ন খেলার মাঠে লোক প্রশাসন বিভাগ ও রসায়ন বিভাগের প্রথম পর্বের খেলার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা  ‍শুরু হয়।



বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুবির উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।

বাণিজ্য অনুষদের ডিন ও কুবির ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ আহসান উল্যাহর সভাপতিত্বে এতে বিশেষ আতিথি ছিলেন কুবির কোষাধ্যক্ষ প্রফেসর কুন্ডু গোপীদাস।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মনিরুল আলম বাংলানিউজকে জানান, এবার মোট ১৬টি বিভাগ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নকআউট পর্বে খেলা  অনুষ্ঠিত হবে। আগামী ৬ মার্চ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।