ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে ৩ বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বরিশালে ৩ বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

বরিশাল: শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায়কৃত অতিরিক্ত ফি ফেরত না দেওয়ায় বরিশালে তিনটি বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিদ্যালয় তিনটি হলো- পিরোজপুরের ভান্ডারিয়ার পূর্ব ধাওয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা আমতলীর ঘোজখালী মাধ্যমিক বিদ্যালয় ও বামনার সরোয়ার জাহান পাইলট স্কুল অ্যান্ড কলেজ।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আবুল বাশার তালুকদারের সই করা নোটিশে তাদের কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়।

নোটিশ বলা হয়েছে, ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরতের নির্দেশ দেওয়ার পরও তা ফেরত দেয়নি ও এর কোনো জবাব প্রদান করেনি বিদ্যালয় তিনটি। তাই বোর্ডকর্তৃক জারিকৃত নির্দেশনা অমান্য করার জন্য প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কেন বাতিল করা হবে না, চিঠি পাওয়ার পর ৭ কর্মদিবসের মধ্যে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতিকে তার জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।