জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বন মন্ত্রণালয়ের আয়োজনে পথনাটক ‘বাঘ এসেছে’ মঞ্চায়িত হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাঘ সংরক্ষণ প্রকল্পের অধীনে, ইউএসআইডির অর্থায়নে, ওয়াইল্ডটিমের সহযোগিতায় ‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব’ স্লোগানে এ নাটকটি মঞ্চায়িত হয়।
পথনাটকের ১০২ দিনব্যাপী কর্মসূচির ১৮তম দিনে জবিতে নাটকটি প্রদর্শিত হয়। নাটক শেষে টাইগার ক্যারাভ্যানের ভেতরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কৃত্রিম সুন্দরবন প্রদর্শন করা হয়।
জবির প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বাংলানিউজকে বলেন, বাঘ আমাদের জাতীয় সম্পদ, বাঘ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই বাঘ রক্ষার্থে এ ধরনের কর্মসূচি বাড়াতে হবে।
কো-অর্ডিনেটর মামুন হোসেন বলেন, বাঘ রক্ষার্থে আমরা ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ কর্মসূচি শুরু করেছি। বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনা বাড়াতে এ কর্মসূচি চলবে। সিলেট আমাদের শেষ গন্তব্য।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এএটি/এএ