ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০১৪ এর ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার শতকরা ৭৫ দশমিক ৬ শতাংশ।



রোববার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬ হাজার ৫ শত ৯৫ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৯ শত ৭৪ জন।

উত্তীর্ণ পুরুষ শিক্ষার্থী ১৭ হাজার ৮৪৫ জন, পাসের হার ৭৩ দশমিক ১৫। মহিলা শিক্ষার্থী ১৭ হাজার ১২৯ জন, পাসের হার ৭৭ দশমিক ১৬।

একই সঙ্গে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের ২ লাখ ৫০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে।

বাউবি’র সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার ফল পাওয়া যাবে।

চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল www.bou.ac.bd ও সেমিস্টারভিত্তিক ফল www.exam.bou.edu.bd ওয়েবসাইটেও পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমে ফল পেতে bou<space>student ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংকে ২৭০০ ও অন্যান্য অপারেটরে ২৭৭৭ নম্বরে পাঠাতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এমআইএইচ/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।