ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি অ্যাথলেট দলের খেলোয়াড়দের ট্রাকস্যুট প্রদান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জাবি অ্যাথলেট দলের খেলোয়াড়দের ট্রাকস্যুট প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আসন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স টুর্নামেন্ট প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে অংশ নেওয়া খেলোয়াড়দের ট্রাকস্যুট দেওয়া হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের হাতে এ ট্রাকস্যুট তুলে দেওয়া হয়।



ইউসিবি ব্যাংকের অর্থায়নে ও জাবি অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনা কমিটির পক্ষ থেকে এ ট্রাকস্যুট দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা ক্রিকেট, ফুটবল ও হ্যান্ডবলে অনেক কৃতিত্ব দেখিয়েছে। আশা করি, অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়ও যারা অংশ নিচ্ছে, তারা বিজয়ী হয়ে সেই সম্মান অক্ষুন্ন রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, ইউসিবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবিব উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল বাছেত, মো. আরিফ উদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১ থেকে ৩ মার্চ বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স টুর্নামেন্ট প্রতিযোগিতা-২০১৬। ৩০টি ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতজন মেয়ে ও ১২ জন ছেলে অ্যাথলেট এতে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।