ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে রিমের সভাপতি অমি, সম্পাদক দ্বীপন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
শাবিপ্রবিতে রিমের সভাপতি অমি, সম্পাদক দ্বীপন

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ঐতিহ্যবাহী মিউজিক্যাল সংগঠন রিমের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রিমের সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদ জামাল অমি (নৃবিজ্ঞান) ও সাধারণ সম্পাদক হয়েছেন আসিফ হালিম দ্বীপন (আইপিই)।



বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি-তে ৪৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন রিমের সদ্য বিদায়ী সভাপতি এস এম ইমরান এবং সাধারণ সম্পাদক জনিক ত্রিপুরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে আনোয়ার সাদাত মিরাজ, জয়নুল আবেদিন, ওয়ালিউল্লাহ সরকার এবং খন্দকার রাকিবুল হাসান, সহ-সম্পাদক পদে মোহাইমিন রাফিদ খন্দকার, সাজিদ-উল-হাসান সজিব, দেবাশীষ বর্মণ, সৈকত মুটসুদ্দি এবং সাংগঠনিক সম্পাদক তারমিম হক শুভ।

বিদায়ী সভাপতি ইমরান জানান, নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিতে পেরে আনন্দ লাগছে। আশা করি তারা সংগঠনকে সামনের দিকে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।