ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কাশিয়ানীতে পরীক্ষা কেন্দ্রে হল সুপার প্রত্যাহার, ৭ যুবকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
কাশিয়ানীতে পরীক্ষা কেন্দ্রে হল সুপার প্রত্যাহার, ৭ যুবকের জরিমানা ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার দায়ে সহকারী হল সুপারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার হলে অনধিকার প্রবেশের অপরাধে এক শিক্ষককে জেল ও সাত যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


 
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরুজ্জামান বাংলানিউজকে জানান, মঙ্গলবার এমএ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্ব ও কর্তব্য অবহেলা করার অপরাধে পরীক্ষা কেন্দ্রের সহকারী হল সুপার রাতইল নায়েবুন নেছা ইনস্টিউশনের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে অব্যাহতি দেন।

সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিশাদ (২৩), সুজন (২৪), রনি (২২), শেখ রাজু (২০), আরিফ (২১), সজল ও ছাব্বির (২১)  নামের সাত যুবককে পাঁচশ টাকা করে জরিমানা করেন।

এছাড়া একই উপজেলার পিঙ্গলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মুকসুদপুর উপজেলার বোয়ালীয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নোমান (৩০) পরীক্ষার হলে প্রবেশ করায় তাকে তিন দিনের কারাদণ্ড দিয়ে  জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।