ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া ও মিলাদ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
জাবিতে প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া ও মিলাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।



দোয়া ও মোনাজাতের আগে সমাজ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা প্রয়াত শিক্ষকদের কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন।

এরপর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ঈমাম মো. আব্দুস সোবহান।

মিলাদ মাহফিলে সমাজ বিজ্ঞান অনুষদের প্রায় দেড় শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

ইতোমধ্যে সমাজ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষক মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।