ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে ‘গভর্ন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ’ সেমিনার শনিবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
জাবিতে ‘গভর্ন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ’ সেমিনার শনিবার

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গভর্ন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশশীর্ষক সেমিনার শনিবার (৫ মার্চ) অনুষ্ঠিত হবে।  

লোক প্রশাসন বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে



বৃহস্পতিবার (৩ মার্চ) সেমিনার কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জেবউননেছার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে

এতে তিনি জানান, লোক প্রশাসন বিভাগকে একটি যুগোপযোগী বিভাগ হিসেবে গড়ে তোলা এবং ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে তাদের ভবিষ্য জীবনে যেন সুশাসন বিরাজ করে সে লক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে

শনিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ১০ টায় এ সেমিনার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

সেমিনারে মোট ৫ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে

বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ ছায়েদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, বিশেষ অতিথি থাকবেন, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন

বাংলাদেশ সময়: ১৫০২ণ্টা, মার্চ , ২০১৬
পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।