ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
জাবিতে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘মর্তে ধ্বনিত হোক কালের রুদ্রবাণী’ স্লোগান সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে পাঁচদিনব্যাপী সাংস্কৃতিক মেলা।

এ মেলার আয়োজক বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি।



মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন করে এ মেলার উদ্বোধন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান।

উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে এসে শেষ হয়।

অনুষ্ঠানের প্রথম দিন মঙ্গলবার সেলিম আলদীন মুক্তমঞ্চে থাকছে প্রাঙ্গণেমোর নাট্যদলের প্রযোজনায় নাটক ‘শেষের কবিতা’।

ক্যাফে চত্বরে দ্বিতীয় দিন বুধবার (৯ মার্চ) জলসিঁড়ির আয়োজনে থাকছে সঙ্গীতানুষ্ঠান ‘সোনালি দিনের গান’, তৃতীয় দিন বৃহস্পতিবার (১০ মার্চ) ফানুস উৎসব, চতুর্থ দিন শুক্রবার (১১ মার্চ) সেলিম আলদীন মুক্তমঞ্চে থাকছে সংলাপ গ্রুপ থিয়েটারের নাটক ‘বোধ’ এবং অনুষ্ঠানের শেষ দিন সেলিম আলদীন মুক্তমঞ্চে জলসিঁড়ির প্রযোজনায় থাকছে নাটক ‘ঘুম ভূত পিঁপড়া’।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।