ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজের খুনিদের বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজের খুনিদের বিচার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান মাহমুদ রাজের (২১) খুনিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক এ এম এম শামসুর রহমান, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা রাজের খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ শহরতলী বাইপাস সড়কের উজান বাড়েরা এলাকা থেকে রাজের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৯ মার্চ রাজের মৃতদেহ সনাক্ত করেন তার চাচা। রাজ নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।