ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি প্রিমিয়ার লীগ শুরু

মাসুদ আজীম, গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি প্রিমিয়ার লীগ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): ভারতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬। আর এর উন্মাদনা সারা বিশ্বজুড়ে।

বাদ যায়নি বাংলাদেশের সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ও।

ছোঁয়া লেগেছে বিশ্বকাপের। ব্যাট বল হাতে মেতে উঠেছে শিক্ষার্থীরা। গণ বিশ্ববিদ্যালয়ে  ২য় বারের মতো মাইক্রোবায়োলজি প্রিমিয়ার লীগের (এমপিএল) পর্দা উঠেছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে দুপুর ২টায় কেন্দ্রীয় খেলার মাঠে এমপিএল এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় মাইক্রোবায়োলজি বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাসহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্হিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইনক্রিডিবল ৬৭৮ ও মাইক্রো সুপার কিংস। খেলায় ইনক্রিডিবল ৬৫ রানের বিশাল ব্যাবধানে পরাজিত করে মাইক্রো সুপার কিংসকে। খেলা
উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাঠকে কেন্দ্র করে ছিল উৎসবের আমেজ। এবার এমপিএল এ ৩টি দল অংশ নিচ্ছে।

মাইক্রোবায়োলজি প্রিমিয়ার লীগ ১০ তারিখ থেকে শুরু হয়ে ২৩ তারিখ অবধি চলবে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।