ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে র‌্যাগিংয়ের শিকার হয়ে শিক্ষার্থী অসুস্থ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জাবিতে র‌্যাগিংয়ের শিকার হয়ে শিক্ষার্থী অসুস্থ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: র‌্যাগিংয়ের জন্য কুখ্যাতি অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ অপসংস্কৃতির থাবায় এবার অসুস্থ হয়ে পড়লেন এক শিক্ষার্থী। রীতিমত তাকে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হয়েছে।



রোববার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মীর মোশাররফ হলের গণরুমে র‌্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন রসায়ন বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম অনিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী হলের গণরুমে প্রবেশ করে প্রথমবর্ষের শতাধিক শিক্ষার্থীকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন। এ সময় অসুস্থ হয়ে পড়েন অনিক। পরে তার সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক এম ই রশিদ লিটু বাংলানিউজকে বলেন, সাইনোসাইটিসের সমস্যা থাকায় অনিক অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্রাম নিলে তিনি সুস্থ হয়ে যাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রথমবর্ষের কয়েকজন শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, নতুন পরিবেশে এসে র‌্যাগিংয়ের কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিষয়টি জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘন্টা, মার্চ ১৪, ২০১৬
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।