ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রাবি’র ৫ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রাবি’র ৫ শিক্ষার্থী

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টায় রাবি’র নাট্যকলা বিভাগে এ ঘটনা ঘটে।



তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- রাবির নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুকুল (১৮), তারিক (১৯), মঞ্জুর (১৮) ও প্রথম বর্ষের শিক্ষার্থী সমাপ্তি (১৭) ও ভূমিকা (১৭)।

নাট্যকলা বিভাগের শিক্ষক ফারুক হোসেন জানান, বিভাগের ক্লাশ চলার ফাঁকে প্রথমে দু’জন হঠাৎ বমি শুরু করে। পরে তাদের সহযোগিতা করতে গিয়ে আরও তিনজন অসুস্থ হয়ে পড়ে। এজন্য তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর পেছনে কী কারণ সে বিষয়ে শিক্ষক ফারুক হোসেন তাৎক্ষণিক কিছু বলতে পারেননি।

প্রাথমিক রামেক হাসপাতালের কোনো চিকিৎসকেরও এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।