ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ার্কশপ অন স্কিলস ফর টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরী জব মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ এ ওয়ার্কশপের আয়োজন করে।



এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।

সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ.এম.এম শামসুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ‘স্কিল ব্যাংক ইন্টারন্যাশনাল’-এর কান্ট্রি হেড অ্যান্ড চিফ ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ এম তাহের।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, ‘লেখা-পড়ায় ভালো করে শুধু গ্রেডপয়েন্ট বাড়ালেই শিক্ষার প্রকৃত ল্য অর্জন হবে না। এর সঙ্গে জীবনকে বুঝতে হবে, বাস্তবতা বোধ এবং দেশাত্মবোধ থাকতে হবে। ’

তিনি বলেন, ভাষা জ্ঞান যত ভালো হবে তার চাকরি অর্জনের দক্ষতাও তত বেশি হবে। সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা হলো সাফল্যের চাবিকাঠি। শিক্ষার্থীদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।