ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে তারা প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন।


 
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মেকাট্রনিক্স বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র হাসিবুল হাসান শান্ত জানান, অধ্যক্ষ আলী আকবর খাঁ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বন্ধ করে রেখেছেন। আবাসিক হলগুলো ব্যবহার না হওয়ায় তা বর্তমানে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া শিক্ষার্থীদের অভিযোগ, ঠুনকো অজুহাতেই অধ্যক্ষ তাদের উপবৃত্তির টাকা কেটে নিচ্ছেন।

এসবের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরা। তাই প্রতিষ্ঠানটির কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আলী আকবর খাঁ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।