ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব সমাজ কর্ম’ দিবস পালিত

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব সমাজ কর্ম’ দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘বিশ্ব সমাজ কর্ম’ দিবস পালিত হয়েছে।

‘প্রমোটিং দ্য ডিগনিটি অ্যান্ড ওর্থ অব দ্য পিপল’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ‘সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগ’ দিবসটি পালন করে।



দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলায় একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধন করেন সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের বিভাগীয়  ইনচার্জ তাহমিনা সুলতানা ।

প্রভাষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন, বিভাগটির সিনিয়র প্রভাষক শহীদ মল্লিক, মাহমুদুল হাসান, মো. মোক্তার আলী দিপু, কামনা রানী সাধুখাঁসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

সেমিনারে তাহমিনা সুলতানা বলেন, প্রত্যেক ব্যক্তিকে নিজস্ব মর্যাদা দিতে হবে। আর এই মর্যাদা সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই সমাজের মূল্য ও মর্যাদা বৃদ্ধি পাবে। এছাড়া সবাইকে সমাজ কর্ম শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মোক্তার আলী দিপু শিক্ষার্থীদের প্রতি প্রত্যেক মানুষকে তার নিজ নিজ অবস্থান থেকে কর্মসংস্থার সুযোগ সৃষ্টি ও কোনো কাজকে ছোট করে না দেখে নতুন কাজের সৃষ্টির আহ্বান জানান।

শহীদ মল্লিক বলেন, আমার কাছে মনে হয় প্রত্যেকটি দিনই আমার কাছে কর্ম দিবস। এর নির্দিষ্ট কোনো দিন নেই। আর যে কাজটাই করা হোক, মানুষ হিসেবে তা দক্ষতার সঙ্গে করতে হবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মাহফুজ বলেন, সমাজের সেবা করার জন্যই আমি সমাজ কর্ম বিভাগে ভর্তি হয়েছি। সমাজ কর্ম বিভাগের নিজ জায়গা থেকেই কাজ বাস্তবে সৃষ্টি করা সম্ভব, যদি নিজের কাজের মূল্যবোধটাকে নিজে সম্মান করতে পারি।

এদিকে, সেমিনার শেষে একটি ৠালি বের হয়। ৠালিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় ।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।