ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৩তম বিসিএস’র ২৮ জনকে সহকারী থানা শিক্ষা অফিসার নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
৩৩তম বিসিএস’র ২৮ জনকে সহকারী থানা শিক্ষা অফিসার নিয়োগ

ঢাকা: ৩৩তম বিসিএস এ উত্তীর্ণ ২৮ জনকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিয়োগ দিয়েছে সরকার।
 
বুধবার (১৬ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের নিয়োগের আদেশ জারি করে।


 
এতে বলা হয়, ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদ এবং প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশকৃত নয় এমন প্রার্থীদের নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে।
 
প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নিয়োগের নির্দেশ দিয়ে আদেশে বলা হয়, আদেশ জারির এক মাসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল করা হবে।
 
নিয়োগকৃতদের নামের তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
 
এর আগে ৬১ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।