ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ধামরাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অপসারণের দাবি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ধামরাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অপসারণের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষক।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ধামরাই উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন পালন করা হয়।



কর্মসূচি শেষে বিক্ষোভ-মিছিল বের করেন অংশগ্রহণকারী শিক্ষকরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত অভিযোগ পেয়ে শিক্ষা কর্মকর্তা মো. দৌলতুর রহমানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।