ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিএইউবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ইবিএইউবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ‘শিশু গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে (ইবিএইউবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
 
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা-সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান।

বক্তারা তরুণ সমাজকে সত্য ও সঠিক ইতিহাস ধারণ করে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিভিন্ন কবিতা পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।