ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিইউপিতে বঙ্গবন্ধুর জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বিইউপিতে বঙ্গবন্ধুর জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালিত

ঢাকা: রাজধানীর মিরপুরে সশস্ত্র বাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৬ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত চিত্র প্রদর্শন।



এছাড়া বিইউপি’র বিজয় অডিটোরিয়ামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও নেতৃত্বের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি, পিএইচডি ও উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহসহ সব ডিন, চীফ ফাইন্যান্স অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক, সব বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।