ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাভাবিপ্রবি’তে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

মাভাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
মাভাবিপ্রবি’তে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

প্রদর্শনীটির আয়োজন করেছে মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি।

প্রদর্শনী চলবে ২৬ মার্চ পর্যন্ত। প্রদর্শনীতে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও আবহমান বাংলার কিছু দুর্লভ ছবি স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, মাভাবিপ্রবি’র প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আবীর আদনান, সহ-সভাপতি স্পন্দিতা রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।