ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতার ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ, সহকারী রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, মার্কেটিং বিভাগের অধ্যাপক এম এ মান্নান, বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. শরাফত আলী, ফলিত রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. দেবব্রত পাল, মার্কেটিং বিভাগের প্রভাষক ইমরান হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক বদরুল ইসলাম প্রমুখ।

খোন্দকার নাসিরউদ্দিন তার বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে।

স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।