ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় শেখ মুজিব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
বগুড়ায় শেখ মুজিব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকা শেখ মুজিব (এসএম) উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান।

এ সময় অন্যদের মধ্যে শেখেরকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ডালিম, প্রভাষক আব্দুল মজিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।